দিল্লিতে হুমায়ুনের স্মৃতিসৌধ ভেঙে মৃত্যু হল ৫ জনের

মুঘল যুগের ইতিহাসকে যেমন পাঠ্যসূচি থেকে বাদ দিচ্ছে মোদি সরকার, ঠিক তেমনই উদাসীন সেই সময়কার ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণে।

Must read

প্রতিবেদন: মুঘল যুগের ইতিহাসকে যেমন পাঠ্যসূচি থেকে বাদ দিচ্ছে মোদি সরকার, ঠিক তেমনই উদাসীন সেই সময়কার ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণে। মোদি জমানায় দেশের ঐতিহাসিক স্থাপত্যশৈলীগুলির রক্ষণাবেক্ষণে অযত্ন নিয়ে অভিযোগ এর আগেও বারবার উঠেছে। তারপরও কোনও হেলদোল নেই প্রচারসর্বস্ব এই সরকারের। ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণে সরকারি অবহেলার জেরেই শুক্রবার বিকেলে ভেঙে পড়ল দিল্লির ঐতিহাসিক হুমায়ুন স্মৃতিসৌধের একটি গম্বুজ। এর জেরেই প্রাণ হারিয়েছেন ৫ জন। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কারণ ধ্বংসাবশেষের তলায় কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা করছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন-‘শান্তির দূত’ হতে চান মার্কিন প্রেসিডেন্ট!

ইউনেস্কোর হেরিটেজ স্থাপত্যের তালিকার অন্যতম নিদর্শন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্র। মুঘল স্থাপত্যশৈলীর প্রথম উদাহরণ হিসাবে দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত এই হুমায়ুন স্মৃতিসৌধকে চিহ্নিত করেন পুরাতত্ত্ববিদরা। এদিন স্বাধীনতা দিবসের ছুটি থাকায় দুর্ঘটনার সময় সমাধিক্ষেত্রের ভিতরে অনেক পর্যটক ছিলেন বলে দিল্লি পুলিশ দাবি করেছে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন উদ্ধারে নামে।

Latest article