স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক বানচাল। এবার অমৃতসর গ্রামীণ পুলিশ (Amritsar Grameen Police) পাকিস্তানের গুপ্তচর সংস্থার মদতপ্রাপ্ত আন্তঃসীমান্ত চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করল। স্বাধীনতা দিবসের আগে গোটা দেশজুড়েই কড়া নজরদারি চালানো হচ্ছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় অমৃতসর গ্রামীণ পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধরা পড়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট চোরাচালান নেটওয়ার্কের ৫ জন। এখানেই শেষ নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অস্ত্র। অভিযুক্তরা হলেন জোবানজিৎ সিং ওরফে জোবান এবং গোরা সিং, দুজনেই রংগড় গ্রামের বাসিন্দা। ছিলেন শেনশান ওরফে শালু, অমৃতসরের রসুলপুর কাল্লার সানি সিং এবং রূপনগরের মুগাল মাংরির জসপ্রীত সিং ওরফে মোটু।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূতকে চাপাতির কোপ
অস্ত্রের মধ্যে ছিল ৪টি ম্যাগাজিন সহ দুটি ৯ মিমি পিস্তল, সাড়ে ৭ লক্ষ টাকা নগদ, ২টি ম্যাগাজিন সহ AK Saiga 308 অ্যাসল্ট রাইফেল, ৯০টি একে রাইফেল, ১০টি তাজা কার্তুজ (৯ মিমি), একটি গাড়ি এবং ৩টি মোবাইল ফোন। অনুমান করা হচ্ছে, দেশের মধ্যেই স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা ছিল এদের। পঞ্জাব পুলিশের ডিজিপি এই মর্মে জানান, এই বিপুল অস্ত্র পাচারের দায়িত্ব ছিল গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়ার সহযোগী নভ পান্ডোরির। ধৃত ৫ জন পঞ্জাব সীমান্ত জুড়ে অস্ত্র পাচারের নেটওয়ার্ক চালাত। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অমৃতসর গ্রামীণ পুলিশ এদিন দুটি পৃথক অভিযান পরিচালনা করে। একটি ছিল সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ পাঞ্জাব) সাথে একটি যৌথ অভিযান – যার ফলে আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গুপ্তচরদের থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়।