বিজেপির ৫ পঞ্চায়েত সদস্য তৃণমূলে

দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির পঞ্চায়েতে শুরু হয়েছে ভাঙন। কোচবিহারে ৭ দিনে ৭টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির।

Must read

সংবাদদাতা, কোচবিহার : দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির পঞ্চায়েতে শুরু হয়েছে ভাঙন। কোচবিহারে ৭ দিনে ৭টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। এবার দিনহাটা পঞ্চায়েতে আসন সংখ্যা বাড়ল তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের পাঁচ বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য।

আরও পড়ুন-আইসক্রিমের মধ্যে কাটা আঙুল! চাঞ্চল্য মালাডে

তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ তিনি জানান, বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেস দলে যোগ দিতে চাইছে পঞ্চায়েত সদস্যরা ও কর্মীরা৷ তবে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদের শুধুমাত্র দলে নেওয়া হচ্ছে৷ জানা গিয়েছে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূল কংগ্রেসের দখলে৷ এই গ্রাম পঞ্চায়েতের মোট পঞ্চায়েত আসন ১৯টি৷ এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ১২ সদস্য আগেই জিতেছিলেন৷ বাকি বিজেপির সাত সদস্যের মধ্যে এক সদস্য আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিন আরও পাঁচ সদস্য যোগ দিয়েছেন দলে৷ এখন তৃণমূলের সদস্য হয়েছে ১৮ জন৷ যোগদানকারীরা বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নযজ্ঞে শামিল হতেই যোগদান।

Latest article