ফের কোভিড কলকাতায়! আক্রান্ত একাধিক

Must read

ফের কোভিড (Covid) সংক্রমণ ঘিরে কলকাতায় উদ্বেগ ছড়িয়েছে। গত এক সপ্তাহে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল কলকাতার বাসিন্দা ৫ জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য আক্রান্তরা সেখানে ভর্তি হয়েছিলেন।  নিয়মমাফিক পরীক্ষার সময় তাঁদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে তিনজনের রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যে তাদের হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। অন্য দুজনের চিকিৎসা চলছে। করোনার (Covid) নতুন উপ প্রজাতি KP ডট টু-এ এঁরা সংক্রমিত হয়েছেন কিনা,  তা এখনও স্পষ্ট নয়। একমাত্র জিনোম সিকোয়েন্সিং করলে, তা জানা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: চারধাম যাত্রায় ৫ দিনে মৃত ১১, বন্ধ ভিআইপি দর্শন, রিলস বানানোর ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত প্রশাসনের

এদিকে, স্বাস্থ্য ভবন সূত্রে খবর,  কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন এলাকায় স্ক্রাব টাইফাস ছড়াচ্ছে।  গত ৩ মাসে ৫০০ জনেরও বেশি এই রোগে আক্রান্ত হয়েছেন।

Latest article