আসানসোল কাণ্ড: গ্রেফতার বিজেপি নেতা জিতেন ঘনিষ্ঠ ৫

Must read

আসানসোলে (Asansol Case) বিরোধী দলনেতার কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় দোষী ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পুলিশ। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে আজ, শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এই ঘটনায় গাফিলতির অভিযোগ রয়েছে। এরা প্রত্যেকেই বিজেপি নেতা জিতেন তিওয়ারির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃত তিনজনের পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতেই এদের গ্রেফতার করেছে পুলিশ। মৃতদের পরিজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালী তেওয়ারি সহ একাধিক উদ্যোক্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু করেছে। ধৃতদের প্রত্যেককে আজ আসানসোল আদালতে তোলা হবে।

আরও পড়ুন: আজ বিজয় দিবস: সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী- অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, আসানসোলের (Asansol Case) রামকৃষ্ণ ডাঙায় ১৪ ডিসেম্বর, বুধবার, কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির নামে দায়ের হয় মামলা। মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। পদপিষ্ট হওয়ার ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেন পদপিষ্ট হয়ে মৃত আসানসোল কাল্লার বাসিন্দা ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা। মামলায় আরও কয়েকজন বিজেপি নেতারও নাম রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে নাম নেই শুভেন্দু অধিকারীর।

Latest article