প্রতিবেদন : মণিপুরের (Manipur) জিরিবাম জেলায় শনিবার হিংসা ফের নতুন মাত্রা পেল। এদিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন মারা যান। ঘুমের মধ্যে একজনকে গুলি করে হত্যা করার পর দুই সম্প্রদায়ের সশস্ত্র মানুষজনের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। সেই ঘটনায় চারজন নিহত হন। জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন এলাকায় থাকা বাড়িতে প্রবেশ করে জঙ্গিরা। ঘুমের মধ্যে গুলি করে হত্যা করে হত্যার পরই ৭ কিলোমিটার দূরে পাহাড়ে যুদ্ধ বাধে দুই গোষ্ঠীর। শুক্রবার ইম্প্রোভাইজড রকেট ব্যবহার করে বিষ্ণুপুর জেলার ত্রংলাওবিতে ভোর সাড়ে ৪টায় হামলা শুরু হয়, সেখানে দুটি স্থাপনা ধ্বংস হয়। সপ্তাহের শুরু থেকেই মণিপুরে (Manipur) হিংসার নতুন তরঙ্গ দেখা যাচ্ছে। ইম্ফল পশ্চিমের গ্রামগুলিতে ড্রোন ব্যবহার করে দেশি বোমা ফেলার ফলে দু’জন নিহত হন।
আরও পড়ুন: শিলিগুড়িতে ছাত্রী ধর্ষণ-খুনের ঘটনায় দোষীর ফাঁসি! সাজা ঘোষণা আদালতের