উত্তর পূর্বের রাজ্যে ফের গোষ্ঠী সংঘর্ষ। মণিপুরের (manipur) নোনি জেলায় কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল ৫ বিচ্ছিন্নতাবাদীর। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার জেলা সদর দফতর নুংবা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দেইভেংজাং গ্রামের জঙ্গলে গুলির লড়াই চলে। মৃত ৫ যুবক চিন কুকি মিজো আর্মির সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও পড়ুন- কাকদ্বীপে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ২
কুকি ন্যাশনাল আর্মি থেকে বিচ্ছিন্ন হয়ে ২ বছর আগে তৈরি করা হয়েছিল এই CKMA। প্রাথমিকভাবে অনুমান, ভারত মায়ানমার সীমান্তের আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই সংঘর্ষ। মৃতদের নাম, অ্যালেক্স, সেইবোই, পংবা, রিঙ্গো এবং র্যাম্বো। যেখানে গুলির লড়াই চলেছে সেটি মূল রাস্তা থেকে অনেকটা বিচ্ছিন্ন বলে জানিয়েছে পুলিশ। ঠিকমতো মোবাইল টাওয়ার না থাকায় খবর আসতে দেরি হয় বলে দাবি পুলিশের ঊর্ধ্বতন কর্তার। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।