ভয় ধরাচ্ছে জিকা ভাইরাস, পুণেতে ১০ দিনে আক্রান্ত গর্ভবতী মহিলা-সহ ৫

Must read

মহারাষ্ট্রে ভয় ধরাচ্ছে জিকা ভাইরাস (Zika Virus)। এবার এক গর্ভবতী মহিলাও এই ভাইরাসে আক্রান্ত। গত ১০ দিনে এই সংক্রমণের শিকার হয়েছেন ৫ জন। উদ্বেগ বাড়ছে পুণের ইরান্ডওয়ান এলাকায়। মশাবাহিত রোগ জিকা ভাইরাসের কোনও চিকিৎসা নেই। ফলে চিন্তায় চিকিৎসকরা।

আরও পড়ুন-চিকিৎসকদের জন্যই ১৩ বছরে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব, Doctor’s Day-তে মুখ্যমন্ত্রী

চিকিৎসকরা জানিয়েছেন, জিকা (Zika Virus) একটি মশাবাহিত রোগ। সাধারণত এডিস মশা বহন করে এই রোগ। দ্রুত গতিতে ছড়ায় জিকা ভাইরস। সাধারণত কোনও গুরুতর সমস্যা সৃষ্টি না করলেও গর্ভবতী মহিলাদের জন্য এটি বিপজ্জনক। গর্ভবতী মহিলা এই ভাইরাসে সংক্রামিত হলে ভ্রূণের মাইক্রোসেফালি অর্থাৎ শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে। অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে শিশু। এছাড়াও একাধিক সমস্যা হতে পারে গর্ভস্থ শিশুর। চিকিৎসকদের দাবি, এই সংক্রমণ যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। লক্ষ্মণ অনুযায়ী প্যারাসিটামলের মতো ওষুধে এর চিকিৎসা হয়।

এই রোগের লক্ষণ কী?

* এই ভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর।
* শরীরে র‍্যাশ দেখতে পাওয়া যায়।
* কারও কারও আবার শ্বাসকষ্ট হয়। সেভাবে কোনও চিকিৎসা নেই এই রোগের।

 

Latest article