প্রতিবেদন : অমূলক সন্দেহ! হ্যাঁ, শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে মারা হল ৩ মহিলা এবং ২ জন পুরুষকে। এই ভয়াবহ মধ্যযুগীয় নৃশংস ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত ছত্তিশগড়ে। মাত্র তিনদিনের ব্যবধানে প্রায় একই নৃশংসতায় শুধু একজন পুরোহিতের ইঙ্গিতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে রবিবার সুকমা জেলার প্রত্যন্ত গ্রামে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে একদল লোক। ঘটনাস্থল সদর থেকে ৯০ কিমি দূরে একতাল গ্রামে। কী সেই ইঙ্গিত? কী সেই সন্দেহ? প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, সম্প্রতি গ্রামে দু-জনের মৃত্যু হয়। একটি ছেলে এবং অন্যজন বয়স্ক ব্যক্তি। গ্রামেরই এক পুরোহিত বলেছিলেন, এই মৃত্যুর নেপথ্যে থাকতে পারে জাদুবিদ্যা। ৩ মহিলা এবং ২ জন পুরুষ এই জাদুবিদ্যা প্রয়োগ করতে পারে। একথা শুনেই গ্রামের একদল লোক ওই ৫ জনকে চিহ্নিত করে ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপরে। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি তাঁদের। লাঠিসোঁটা দিয়ে চলতে থাকে বেদম প্রহার। ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তদের।
আরও পড়ুন- ফের ডেরেকের নিশানায় মোদি! পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে মুনাফা খোঁচা