প্রতিবেদন : বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ দেখেও টালা থানার ওসিকে ভর্তি নিল না শহরের নামী বেসরকারি হাসপাতাল। দক্ষিণ কলকাতার পাঁচটি বেসরকারি হাসপাতাল থেকে ভর্তির প্রয়োজন নেই বলে ফিরিয়ে দেওয়া হল। একের পর হাসপাতাল ভর্তি নিতে রাজি না হওয়ায় বুধবার শহরের একটি সরকারি হাসপাতালে পুলিশ আধিকারিক অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mondal) ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে লালবাজার সূত্রে খবর। যে চিকিৎসকরা রোগীর সেবা করে তাঁকে সুস্থ করে তোলার শপথ নিয়েছেন, সেই চিকিৎসকরা একজোট হয়ে পুলিশকর্মীকে ভর্তি নিতে অস্বীকার করছেন। বুধবার টালা থানায় ডিউটিতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mondal)। বুকে প্রচণ্ড ব্যথার পাশাপাশি অস্বাভাবিকভাবে বেড়ে যায় রক্তচাপ। পুলিশকর্মীরাই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যান। কিন্তু দক্ষিণ কলকাতার পরপর চারটি নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রত্যেকটি থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়, শারীরিক পরিস্থিতি ভর্তি নেওয়ার মতো সঙ্কটজনক নয়। এমনকী আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করিয়ে বেড নম্বর, ভিজিটার পাস ইস্যু করার পরও শেষ মুহূর্তে রহস্যজনকভাবে অ্যাডমিশন বাতিল করে দেওয়া হয়। লালবাজার সূত্রে খবর, শেষে একটি সরকারি হাসপাতালেই অভিজিৎ মণ্ডলকে ভর্তি করা হয়েছে।