৫ রুশ ব্যাঙ্কে নিষেধাজ্ঞা জারি

জার্মানির এই সিদ্ধান্ত কার্যকর হলে ইউরোপের অন্য দেশগুলিতে রাশিয়া গ্যাস রফতানির জন্য যে পাইপলাইন বসানোর কাজ চালাচ্ছে তা বন্ধ হয়ে যাবে।

Must read

প্রতিবেদন : ইউক্রেনের দুটি শহরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্রিটেনের বরিস জনসন সরকার রাশিয়ার পাঁচটি ব্যাঙ্কের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করল। ওই পাঁচটি ব্যাঙ্ক ছাড়াও রাশিয়ার তিনজন বিলিয়নিয়ারের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইউক্রেনের উপর আগ্রাসন চালানোয় এই নিষেধাজ্ঞা। এর ফলে ব্রিটেনে থাকা রাশিয়ার পাঁচ ব্যাঙ্ক ও তিন ধনকুবেরের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে।

আরও পড়ুন-ইউক্রেন উত্তাপে বেসামাল আন্তর্জাতিক বাজার, ভারতও

ওই পাঁচ ব্যাঙ্কের কোনও আধিকারিক ও তিন ধনকুবেরকে ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে না। রাশিয়ার যে পাঁচটি ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি হয় সেগুলি হল রাশিয়া, জেনারেল ব্যাঙ্ক, আইএস ব্যাঙ্ক, ব্ল্যাক সি ব্যাঙ্ক এবং প্রোমোসাভায়াজ ব্যাঙ্ক। রাশিয়ার যে তিন ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁরা সকলেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ।

ব্রিটেন ছাড়াও রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল জার্মানি। রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়ার পরেই জার্মান চ্যান্সেলর ওলফ সোলাৎজে ঘোষণা করেছেন, রাশিয়ার বিতর্কিত গ্যাস পাইপলাইন ‘নর্ড স্টিম-২’ বন্ধ করে দেওয়া হবে। জার্মানির এই সিদ্ধান্ত কার্যকর হলে ইউরোপের অন্য দেশগুলিতে রাশিয়া গ্যাস রফতানির জন্য যে পাইপলাইন বসানোর কাজ চালাচ্ছে তা বন্ধ হয়ে যাবে।

Latest article