প্রতিবেদন: পুনর্গঠিত সংসদের এস্টিমেটস কমিটিতে এবারেও রইলেন লোকসভায় তৃণমূলের (TMC) মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে মোট ৪টি সংসদীয় কমিটির পুনর্গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়। এই কমিটিগুলির সদস্য হিসাবে ঘোষণা করা হয়েছে তৃণমূলের মোট ৪ জন লোকসভার ও ১ জন রাজ্যসভার সাংসদের নাম। লোকসভার সদস্যদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও প্রতিমা মণ্ডল। এছাড়া রাজ্যসভার সাংসদ হিসেবে থাকছেন মমতাবালা ঠাকুর। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে এবারেও সদস্য থাকছেন সৌগত রায়। পাবলিক আন্ডারটেকিংস বিষয়ক সংসদীয় কমিটিতে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া তফসিলি জাতি ও উপজাতি উন্নয়ন বিষয়ক কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসেবে থাকছেন লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল। এই কমিটিতে থাকছেন দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরও। তাৎপর্যপূর্ণ বিষয়, পুনর্গঠিত কমিটিগুলির মাথায় বসানো হয়েছে শুধুমাত্র বিজেপি সাংসদদেরই।