প্রতিবেদন: অবিশ্বাস্য মনে হলেও সত্যি। দুটি পরিবারের ৫ জন ভোটারের জন্য বরফের চূড়া এবং দুর্গম রাস্তা পার হয়ে লেহ জেলার ওয়ারসি গ্রামে পৌঁছে যাবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ভোটাধিকার প্রয়োগের জন্য তাঁবুর ভেতরেই তৈরি হবে ভোটকেন্দ্র। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য তাঁবুর ভেতরেই বসানো হবে রুম হিটার। খাবার আর পানীয়র ব্যবস্থাও থাকবে ভোটারদের জন্য। সামনের ২০ মে ৫ দফায় এই ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী থাকবে লাদাখ। এবারে ১ লক্ষ ৮২ হাজার ৫৭১ জন ভোটারের জন্য সবমিলিয়ে তৈরি করা হবে মোট ৫৭৮টি ভোটকেন্দ্র।
আরও পড়ুন-টালবাহানার পর মোদির ঘৃণাভাষণ নিয়ে জবাব তলব
এরমধ্যে মাত্র ২টি পরিবারের ৫ জন ভোটারের জন্য বরফঘেরা পাহাড়ের চূড়ায় তাঁবুর মধ্যে গড়ে উঠবে ভোটকেন্দ্র। কমিশনের আধিকারিক আর ভোটকর্মীদের সেখানে যাতায়াতের জন্য প্রস্তুত থাকবে কপ্টারেরও। লক্ষণীয়, কারাকোরাম রেঞ্জের সিয়াচেন হিমবাহ থেকে উত্তর-পশ্চিমে হিমালয় পর্যন্ত লাদাখের ভোটারদের বাড়ি থেকে বের করে ভোট দেওয়ানো নির্বাচন কমিশনের কাছে প্রকৃত অর্থেই একটা বড় চ্যালেঞ্জ।