যোগীরাজ্যে পুকুরের মাটি ধসে মৃত ৫ মহিলা

যদিও স্থানীয় প্রশাসনের মতে গরমে পুকুরের মাটি কাটতে বাধা দেওয়া হয় না। গ্রীষ্ম ছাড়া অন্য সময়ে পুকুরে জল থাকে।

Must read

উত্তরপ্রদেশের (UttarPradesh) কৌশাম্বীতে মাটি ধসে দুই নাবালিকা-সহ পাঁচ মহিলার মৃত্যু ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। এছাড়াও গুরুতর জখম আরও দুই মহিলা। সোমবার কৌশাম্বীর কোখরাজ এলাকায় স্থানীয় ভারওয়ারি নগর পালিকা পরিষদের অধীন টিকরডিহি গ্রামের মহিলারা ঘরের দেওয়াল ও রান্নার উনুন তৈরি করার জন্য পুকুরে মাটি কাটতে গিয়েছিলেন। হঠাৎ করেই পুকুর পাড়ের মাটি ধসে যায়। মহিলাদের চিৎকার শুনে গ্রামের বাসিন্দারা তাদের উদ্ধার করতে ছুটে যান। খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছয়। প্রাথমিকভাবে অনেক চেষ্টার পরেও তাদের উদ্ধার করা সম্ভব হয় নি। এরপর মাটি কাটার যন্ত্র নিয়ে মৃতদের উদ্ধার করা হয়। জখম দুই মহিলাকে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন-ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল এম যুদ্ধবিমানের চুক্তি নয়াদিল্লির

পুলিশের তরফে খবর, মৃতদের নাম কছরাহি (৩২), সঙ্গীতা (৩৫), ঊমা (১৪), খুশি (১৬)। এছাড়া মৃত একজনের পরিচয় এখনও জানা সম্ভব হয় নি। গুরুতর জখম মহিলাদের নাম স্বপ্না (১৫) ও ময়না (২৩)। প্রতি বছরই গরমকালে ওই পুকুর থেকে মাটি কেটে মহিলারা ঘরের কাজ করে। ঘরের দেওয়াল, উঠোনে মাটি দেওয়া, রান্নার উনুন তৈরী করার ক্ষেত্রে মাটি লাগে। আগেও এই পুকুর থেকে মাটি কাটা হয়েছে তবে কোন দুর্ঘটনা ঘটেনি। তবে এভাবে পুকুর থেকে মাটি তোলার ফলে মাটি অনেকটাই নরম থাকার জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। যদিও স্থানীয় প্রশাসনের মতে গরমে পুকুরের মাটি কাটতে বাধা দেওয়া হয় না। গ্রীষ্ম ছাড়া অন্য সময়ে পুকুরে জল থাকে। মাটি কাটা হলে পুকুরের জল ধারণের ক্ষমতা বাড়ে ও সারা বছর জল পাওয়া যায়। তবে এই দুর্ঘটনার দায় নেওয়ার বিষয়ে কোন মন্তব্য করা হয় নি প্রশাসনের তরফে।

Latest article