৫০ ঢাক, ট্যাবলোয় শারদোৎসবের স্বীকৃতির শোভাযাত্রা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ইউনেস্কোর স্বীকৃতি পেল দুর্গাপুজো।  বাঙালির চিরকালীন প্রিয় উৎসব দুর্গাপুজো। সারা বছর অপেক্ষা করে দুর্গাপুজোয় চারদিন অদম্য উত্তেজনায় মেতে ওঠেন বাঙালিরা। ধর্মের বেড়াজাল ভেঙে এক সার্বিক উৎসবের চেহারা নিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে সাড়ম্বরে একটি দিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বর্ণাঢ্য ট্যাবলো (Durga Puja- Tableau) সাজিয়ে ৫০টি ঢাক নিয়ে হবে শোভাযাত্রা। রবিবার এই বিষয় নিয়েই সাংবাদিক সম্মেলন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাঁচটি সুসজ্জিত ট্যাবলো-সহ ৫০টি ঢাক নিয়ে শোভাযাত্রা শুরু হবে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে। বাংলার দুর্গা উৎসব গোটা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। শোভাযাত্রাতে পাঁচটি সুসজ্জিত ট্যাবলেট থাকবে এবং ৫০টি ঢাক থাকবে। ঢাকের বোলে শিলিগুড়িবাসীকে আগমনির বার্তা দিয়ে এগিয়ে যাবে শোভাযাত্রা।

আরও পড়ুন: নির্বাচনের আগে অন্তর্দ্বন্দ্ব গুজরাত বিজেপিতে, খর্ব দুই মন্ত্রীর ক্ষমতা

পাপিয়া ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের নির্দেশে এক মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করছি। তার অন্যতম অনুষ্ঠান দুর্গা উৎসবের (Durga Puja- Tableau) শোভাযাত্রা। শহরের বিভিন্ন ক্লাব, সংস্কৃতি ও সামাজিক সংগঠনগুলিকেও শোভাযাত্রায় অংশগ্রহণ করার আবেদন জানানো হয়েছে।’’

Latest article