বঙ্গ

পুরসভার ৫০ লক্ষে বিনোদন পার্ক

সংবাদদাতা, এগরা : এগরা শহরের আকলাবাদে মহকুমা শাসকের দফতরের ঠিক পাশেই একটি বিনোদন পার্ক গড়ে তুলতে এগরা পুরসভা বরাদ্দ করল ৫০ লক্ষ টাকা। পুজোর আগেই কাজ শুরুর পরিকল্পনা আছে। বড়সড় এই পার্কে শিশুদের খেলাধুলার উপকরণ থেকে শুরু করে সর্বসাধারণের জন্য নানা ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে। এই উদ্যোগে খুশি শহরের মানুষ।

আরও পড়ুন-চোর চোর রব উঠল গদ্দারের বাবাকে দেখে

উল্লেখ্য, এগরায় কৃষ্ণসাগর পুকুরপাড়ে বয়স্ক মানুষজনের জন্য একটি ছোট আকারের ‘সিনিয়র সিটিজেন’ পার্ক রয়েছে পুরসভা অফিসে যাওয়ার পথে পূর্ত দফতরের জায়গায়। কিন্তু শহরে শিশু ও সর্বসাধারণের জন্য অন্য কোনও উদ্যান নেই৷ সিনিয়র সিটিজেন পার্কেও প্রাতঃভ্রমণ বা সময় কাটানোর বিশেষ পরিকাঠামো নেই। তাই শহরবাসীর দাবি মেনে এই পার্কটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয় পুরসভা। বছর চারেক আগে আকলাবাদে পার্ক তৈরির জন্য দেড় একর খাস জমি চিহ্নিত করা হয়। তারপর সেখানে ১০০ দিনের প্রকল্পে মাটি ফেলে ভরাট করা হয়। কিন্তু টাকা বরাদ্দ না হওয়ায় পার্ক তৈরির পরিকল্পনা বাস্তবের মুখ দেখেনি। ধীরে ধীরে জায়গাটি আগাছায় ভরে ওঠে। কার্যত গবাদি পশুর বিচরণভূমিতে পরিণত হয়।

আরও পড়ুন-হতদরিদ্রদের জন্য রাখি বানাল খুদে স্কুলপড়ুয়ারা

পুরপ্রধান স্বপনকুমার নায়ক বলেন, ‘‘টাকার অভাবে পার্কের কাজ শুরু করা যাচ্ছিল না। এবার ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু হবে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই কাজ শুরু হয়ে যাবে।” এগরার সাংস্কৃতিক কর্মী হরিপদ পণ্ডা বলেন, ‘‘পার্কটি তৈরি হলে শিশু ও সাধারণ মানুষের বিনোদনের ক্ষেত্রে সুবিধা হবে। শহরে পার্কের অভাবও মিটবে।’’

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

34 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

43 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago