বাতিল ৫০ লক্ষ রেশন কার্ড

Must read

প্রতিবেদন : রাজ্যে প্রায় ৫০ লাখ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। বাতিল হওয়া রেশন কার্ডগুলির (Ration Card) বেশিরভাগটাই নকল, জাল অথবা ওই কার্ড ধারকের মৃত্যু হয়েছে৷ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার থেকে সব উপভোক্তাকে প্রতি মাসে কত রেশন পাবেন তার তথ্য সহ নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। উপভোক্তারা যে মোবাইল নম্বর কার্ডের (Ration Card) সঙ্গে সংযোগ করিয়েছেন, সেই মোবাইল নম্বরেই এসএমএস পৌঁছবে৷ এর ফলে, রেশন-ডিলাররা সাধারণ গ্রাহকদের ঠকাতে পারবেন না৷ রাজ্যজুড়ে গত দু’বছর যাবৎ মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ৭০ লাখ উপভোক্তার মোবাইল নম্বর সংযোগ শেষ হয়েছে৷ বাকি ৮ লাখ গ্রাহকের মোবাইল নম্বর সংযোগ করা হবে৷ রেশন কার্ড বাতিলের কারণ হিসেবে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, বহু ক্ষেত্রে এক ব্যক্তির নামে একাধিক জায়গায় রেশন কার্ড ছিল৷

বিয়ের পরে মহিলার বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে আবার নতুন কার্ড হয়েছে, আবার কোথায় উপভোক্তার মৃত্যু হয়েছে কিন্তু তাঁর নামে দীর্ঘদিন রেশন বরাদ্দ হচ্ছে— এরকম কার্ডগুলিই ব্লক করা হয়েছে৷ কয়েক মাস আগে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্তিত্বহীন রেশন কার্ড ব্লক করার নির্দেশ দিয়েছিলেন৷ সেই নির্দেশকে মান্য করে এবার পদক্ষেপ করল খাদ্য দফতর।র্ড

Latest article