প্রতিবেদন: ছেঁদো যুক্তিতে ভিসায় কোপ। দ্বিতীয় দফার ট্রাম্প জমানা আমেরিকায় পাঠরত বিদেশি পড়ুয়াদের কাছে আতঙ্কের হয়ে উঠেছে। নানা কুযুক্তি সামনে রেখে যেকোনও সময় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদেশিদের আমেরিকা-ছাড়া করা হতে পারে বলে আশঙ্কা ভারতীয় পড়ুয়া-গবেষক মহলেও।
আরও পড়ুন-বিচারব্যবস্থার প্রতি তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
জানা গিয়েছে, মার্কিন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার জন্য গত মাসে ৩২৭ বিদেশি পড়ুয়ার এফ-১ ভিসা খারিজ করেছে মার্কিন প্রশাসন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের তোপ, যে পড়ুয়াদের ট্রাম্প প্রশাসন নিশানা করছে তাদের ৫০ শতাংশই ভারতীয়। গাজায় ইজরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ করে প্যালেস্টাইনের পক্ষে স্বর তোলার শাস্তি হিসাবে তাঁদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি রাষ্ট্রদ্রোহী তকমাও দিয়েছে ট্রাম্প সরকার। আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি পোস্ট করে কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ বলেছেন, ভারতীয়দের ভিসা বাতিলের কারণগুলি অস্পষ্ট ও অস্বচ্ছ। তাঁর অভিযোগ, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব জাহির করা মোদি এ-বিষয়ে নীরব কেন? মার্কিন বিদেশসচিব মার্ক রুবিওর সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রী এই সমস্যা নিয়ে কথা বলবেন কি না তাও জানতে চায় কংগ্রেস।