প্রশাসনের উদ্যোগে বসেছে ৫০ ওয়াটার এটিএম

জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রাপ্ত অর্থে এই কাজ হচ্ছে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জেলা পরিষদের উদ্যোগ। জলপাইগুড়ির বিভিন্ন ব্লকে বসতে চলেছে ওয়াটার এটিএম। যে-সমস্ত জায়গায় সবচাইতে বেশি লোকসমাগম হয় তেমনি ৯টি ব্লকের মধ্যে ৫০টি জায়গা বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যেই এই ওয়াটার এটিএম করবার জন্য।

আরও পড়ুন-বিজেপির ব্যর্থতায় দিল্লি-মুম্বই জুড়ে ছড়িয়ে পড়েছে জাল নথির চক্র

জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রাপ্ত অর্থে এই কাজ হচ্ছে। বিভিন্ন জায়গায় কাজও শুরু হয়েছে। এক-একটি ওয়াটার এটিএমের জন্য ১১ লক্ষ টাকা বরাদ্দ হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিস্রুত জল পৌঁছনোর যেমন প্রকল্প রয়েছে, তেমনই এবার জনবহুল স্থানে পানীয় জল পেতে যেন কোনও সমস্যা না হয় তার জন্য ওয়াটার এটিএম তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে একাধিক ঠিকাদার সংস্থাকে কাজ দেওয়া হয়েছে ওয়াটার এটিএমগুলি তৈরি করবার জন্য।

Latest article