ইন্দিরা গান্ধী (Indira Gandhi) চালু করেছিলেন এই প্রোজেক্ট। আজ টাইগার প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে বান্দিপুর টাইগার রিজার্ভে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাইগার রিজার্ভের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ‘অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন’ প্রকাশ করেন। ম্যাজেনমেন্ট এফেকটিভ ইভ্যালুয়েশন অফ টাইগার রিজার্ভস-এর পঞ্চম রিপোর্ট এটি।
আরও পড়ুন-৭ ঘন্টা নজরে রেখে ডেথ সার্টিফিকেট, কবর দিতে গিয়ে শিশুর মিলল শ্বাস
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির রিপোর্ট থেকে জানা যাচ্ছে গত পাঁচ দশকে চোরাশিকারিদের থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে বাঘেরা। বিগত ৫০ বছরে বাঘেদের বাসস্থান সেভাবে ধ্বংস করা হয়নি । দেশের বিভিন্ন জঙ্গলে এই মুহূর্তে প্রায় ৩ হাজার বাঘ রয়েছে। দেশে বাঘের সংখ্যা ২০১৮ সালের তুলনায় ৬.৭৪ শতাংশ বেড়েছে। এখন দেশে বাঘেদের সংখ্যা ৩ হাজার ১৬৭। ১৯৭২ সালে এই সংখ্যা ছিল ১,৮২৭। সেই সংখ্যা দেখেই ইন্দিরা গান্ধী প্রোজেক্ট টাইগারের সূচনার চিন্তাভাবনা করেছিলেন।