সংবাদদাতা, ভাঙড় : ভাঙড়ে (Bhangar) আবারও আইএসএফ-এ ভাঙন। এবার পোলেরহাট-২ অঞ্চল থেকে প্রায় ৫০০ জন আইএসএফ নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। বুধবার রাতে পাকাপোলের একটি অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লাও ছিলেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই এঁরা যোগ দেন।
আরও পড়ুন-বাজেট : রাজস্বে আদায় বৃদ্ধি কলকাতা পুরসভার
এই যোগদান অনুষ্ঠানে ছিলেন তৃণমূল নেতা খাইরুল ইসলাম, মহাসিন গাজি ও অন্যা নেতারাও। ‘কেউ ভয় দেখিয়ে আনেনি, তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখে যোগ দিয়েছি।’ জানিয়েছেন আব্বাস মোল্লা ও অন্য নেতা-কর্মীরা। যাঁরা আজ তৃণমূলে ফিরলেন তাঁদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পোলেরহাট-২ তৃণমূল শক্তিশালী হবে বলে জানান শওকত।
লোকসভা ভোটের পর ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন আইএসএফ সমর্থকেরা। সে-বিষয়ে ক’দিন আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছিলেন, ভয় দেখিয়ে তাঁদের দলে টানা হচ্ছে। ভোটের সময় সকলেই আইএসএফেই ভোট দেবে। সেই কথার পরিপ্রেক্ষিতে শওকত জানান, তৃণমূল বিপুল ভোটে জয় পাবে ভাঙড়ে। কারা কী পাগলের মতো বলছে, তাতে কিছু যায় আসে না।