টানা সাতদিন ধরে আটকে থাকার পর অবশেষে সুড়ঙ্গে (Telangana tunnel collapse) আটকে থাকা ৮ শ্রমিকের মধ্যে ৪ জনের অবস্থা জানা গিয়েছে। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা কী, তা এখনও জানা সম্ভব হয়নি। রাডারের মাধ্যমে ৪ জনের অবস্থান জানা গিয়েছে। দাবি তেলেঙ্গানার মন্ত্রী জুপাল্লি কৃষ্ণা রাওয়ের।
কিন্তু এখন প্রশ্ন, বাকি চার শ্রমিক তাহলে কোথায়? তেলেঙ্গানার মন্ত্রী জানিয়েছেন, মনে করা হচ্ছে, বাকি ৪ শ্রমিক সুড়ঙ্গ খনন করার যন্ত্রের নীচে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ৫০০ জন। যে ৮ জন আটকে ছিলেন, তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার, দুজন অপারেটর এবং চারজন ঝাড়খণ্ডের ঠিকা শ্রমিক রয়েছেন।
আরও পড়ুন- বাংলার ভোটার তালিকায় গুজরাত-হরিয়ানার ভোটার! কমিশনের মদত ছাড়া কি সম্ভব
শনিবার ‘টানেল বোরিং মেশিন’-এর মাধ্যমে খননের চেষ্টা চলছে। জল, কাদা, ধ্বংসস্তূপ ওই যন্ত্রের মাধ্যমে কেটে সরিয়ে শ্রমিকদের কাছে পৌঁছনো যায় কি না, সেই চেষ্টাই করছেন উদ্ধারকারীরা। গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে যায়। দুর্ঘটনার সময় ওই সুড়ঙ্গে ৮ জন শ্রমিক (Telangana tunnel collapse) কাজ করছিলেন। ধসের ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা।