কেন্দ্রের কাছে দীর্ঘ বছর ধরে দাবি জানিয়েও মেলেনি ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা। রাজ্য সরকার নিজেরাই সেই টাকা দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার, রাজ্য বাজেটে (State Budget 2025-26) ঘাটাল সেই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একই সঙ্গে ‘নদী বন্ধন’ নামে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে প্রকল্পের ঘোষণা করা হয়। বরাদ্দ হয়েছে। বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। নদী ভাঙন রোধে মাস্টার প্ল্যানের ঘোষণা করা হয়েছে। বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা।
ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বছরের পর বছর ধরে কেন্দ্রের কাছে দরবার করে আসছে রাজ্য। দিল্লি থেকে বাংলা- বদলে গিয়েছে সরকার। কিন্তু বরাদ্দ হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। তিতিবিরক্ত হয়ে নিজেই সেই দায়িত্ব কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা। ঘোষণা করেন, রাজ্যই করবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজও শুরু হয়েছে। এবার তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে (State Budget 2025-26) সেই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এদিন বিধানসভায় বাজেট পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দু-বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
আরও পড়ুন- রাজ্য বাজেট: সরকারি কর্মীদের ডিএ বাড়ল আরও ৪ শতাংশ
এর পাশাপাশি এবারের বাজেটে নদীমাতৃক এলাকায় কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্য। ‘নদী বন্ধন’ নামে ওই প্রকল্পে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করা হবে। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বাংলায় নদী ভাঙনও একটি সমস্যা। তার সমাধানে মাস্টার প্ল্যান প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থ প্রতিমন্ত্রী। এর জন্যে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তার জন্য বরাদ্দ করা হল ২০০ কোটি টাকা।