প্রতিবেদন : ফের বিপুল সংখ্যক নিয়োগ রাজ্যে। এবার শূন্য পড়ে থাকা প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের প্রায় ৫ হাজার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যেই বিধি প্রস্তুত করে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। আগামী মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে বিধি অনুযায়ী অনুমোদনের জন্য এই প্রস্তাব পেশ করা হবে।
আরও পড়ুন-পাসপোর্ট, ইমিগ্রেশন, বিদেশে কাজ-সহ একাধিক প্রয়োজনে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সবুজ সঙ্কেত পেলেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়ার কাজ। বিকাশ ভবন সূত্রের খবর, সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্য পদ রয়েছে প্রায় ৪৫০০ মতো। প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণ চালু করা হচ্ছে।
স্কুল সার্ভিস কমিশন ২০১৭ সালে শেষ শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। শেষ নিয়োগ হয়েছিল ২০১৯ সালে। এরপর ফের বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে। এতে স্কুলগুলোতে যে ঘাটতি রয়েছে তা অনেকটাই নির্মূল হবে।