সংবাদদাতা, কোচবিহার : আগামিকাল, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। যাতায়াতের ক্ষেত্রে পরীক্ষার্থীদের যেন কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। স্পেশাল বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, উত্তরবঙ্গ জুড়ে ৫১টি বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রত্যন্ত ও দুর্গম সেন্টারগুলি থেকে যে তথ্য পাওয়া গেছে তার প্রয়োজন বুঝে আলোচনা করে এরপরে সেই এলাকা থেকে এই বাসগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ৪০টি এমন রুটে সরকারি বাস চলবে যে রুটগুলিতে স্বাভাবিক দিনে সরকারি বাস একেবারেই চলাচল করে না।
আরও পড়ুন-বইমেলায় সেরা মণ্ডপের স্বীকৃতি পেল জাগোবাংলা
সরকারি নির্দিষ্ট ভাড়াতেই পরীক্ষার্থীদের যাতায়াতের সুযোগ মিলবে তবে কোনও পরীক্ষার্থীর ভাড়া দেওয়ার আর্থিক সামর্থ্য না থাকলে তাদেরও ছাড় দেবেন পরিবহণ কর্মীরা। জানা গেছে, আলিপুরদুয়ার ডিপো থেকে টোটোপাড়া সেন্ট্রাল ডুয়ার্স মাঝেরডাবরি বারবিশার মতো প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীদের নিয়ে সরকারি বাস যাতায়াত করবে। এছাড়া কোচবিহার থেকে ধলপল-নাটাবাড়ি-কুর্শারহাট-জামালদহ-চ্যাংরাবান্ধা রুটে চলবে স্পেশাল বাসগুলি। এছাড়া শিলিগুড়ি থেকে নকশালবাড়ি, নিউ চামটা, বিন্দোল, ইসলামপুর থেকে সোনাপুর-সহ বিভিন্ন প্রত্যন্ত রুটে পরীক্ষার্থীদের জন্য বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বিভিন্ন ডিপোর কন্ট্রোল রুম থেকে স্পেশাল বাসগুলি সঠিকভাবে পরীক্ষার্থীদের পরিষেবা দিচ্ছে কি না সে-ব্যাপারে তদারকি করবে। আধিকারিকদের নজরদারিতে সতর্কভাবে রাস্তায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।