বিশ্বরেকর্ড! ৩০ হাজার টেস্ট টার্গেট পেরিয়ে ৫৩ হাজারে থামল ডায়মন্ড হারবার

Must read

টার্গেট ছিল ৩০ হাজার। কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যরকম ভেবেছিলেন দলীয় নেতাকর্মী থেকে প্রশাসনের কর্তারা। সকালে টেস্ট শুরু হওয়ার সময় বোঝা গিয়েছিল মানুষ সচেতন হচ্ছেন। বিকেলে তার প্রমাণ মিলল। টার্গেটের থেকে ২৩ হাজারের বেশি টেস্ট করিয়ে বিশ্বরেকর্ড তৈরি করল ডায়মন্ড হারবার (Diamond Harbour)। যা যেকোনো দেশের পরিপ্রেক্ষিতে এক নজির।

ডায়মন্ড হারবারে (Diamond Harbour)  কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন সাংসদ। সংসদীয় এলাকায় একদিনে ৩০ হাজার কোভিড টেস্টের চ্যালেঞ্জ নেওয়ার পর অনেকে তাকিয়ে ছিলেন, কী হয়, কী হয় ভেবে। কিন্তু অভিষেকের নেতৃত্বে ডায়মন্ড হারবার সব রেকর্ড ভেঙে দিল। টার্গেট ৩০ হাজারের গণ্ডি পেরিয়ে প্রায় দ্বিগুনের ঘরে কড়া  নেড়ে ৫৩ হাজার ২০৩ তে গিয়ে শেষ হল বুধবার বিকেলে। দেশের যে কোনও সংসদীয় এলাকায় একদিনে রেকর্ড টেস্ট।

আরও পড়ুন: কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে কাল ডায়মন্ড হারবারে অভিষেক

স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিবসে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানানোর কথা ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই টার্গেটে পৌঁছে অভিষেক অবশ্যই খুশি। কাল, বৃহস্পতিবার  সরেজমিনে পরিস্থিতি দেখতে ডায়মন্ড হারবারে যাওয়ার আগে বললেন,  রাজ্যের যে  কোনও সংসদীয় এলাকায় ৭ দিনের মধ্যে কোভিড পজিটিভের মাত্রা কমিয়ে আনার প্রশ্নে এখন ডায়মন্ড হারবার শীর্ষে। শতাংশের হিসাবে ২.১৬%। আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে ২% শতাংশের নিচে সংক্রমণ নামিয়ে আনা। তারপর লড়াই চলবে। ডায়মন্ড হারবারকে কোভিডমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মানুষের পাশেই থাকাই আমাদের প্রথম লক্ষ্য। লড়াই চলবে।

অভিষেক করে দেখালেন। কেন ডায়মন্ড হারবার রাজ্য তথা দেশের মডেল হয়ে উঠছে, তা বোঝা যাচ্ছে।

Latest article