বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া ৫৩৬৯৫ কোটি! তৃণমূলের চিঠি সংসদীয় কমিটিকে

Must read

কেন্দ্রের থেকে বাংলা শুধু বঞ্চনাই পেয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে বাইরে বাংলার বকেয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন চলছে। কিন্তু কেন্দ্রের চোখ খুলছে না। বাংলার প্রাপ্য টাকা কোনোভাবে মেটাচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। এবার বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া চেয়ে স্বারাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস (TMC)।

বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার মোট বকেয়া ৫৩ হাজার ৬৯৫ কোটি টাকা। মঙ্গলবার কমিটির বৈঠকে তৃণমূলের তরফে যে চিঠিটি দেওয়া হয়েছে। ২০১৯ সালের সাইক্লোন বুলবুল থেকে ২০২০ সালের আমফান-সহ ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বিপর্যয় খাতে কেন্দ্রের কাছে বাংলার যে বকেয়া রয়েছে, তার খতিয়ান চিঠিতে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে শাহের মন্ত্রকের জবাব চাওয়া হবে কমিটির পক্ষ থেকে।

আরও পড়ুন- বন্দে মাতরম-এর জায়গায় বন্দে ভারত! বিজেপির সাংসদকে তোপ তৃণমূলের

এদিকে গতকালই কেন্দ্র পরিসংখ্যান দিয়ে জানিয়েছে ১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে এমনই তথ্য দিয়েছে কেন্দ্র। তাতে স্পষ্ট যে ১০০ দিনের কাজে কমবেশি বিভিন্ন রাজ্য পেলেও বাংলা এক পয়সাও পায়নি।

Latest article