গণতান্ত্রিক পদ্ধতিতে হলদিয়ার ৫৪টি কারখানায় আইএনটিটিইউসি ইউনিট হবে জানিয়ে দিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (INTTUC- Ritabrata Banerjee)। তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র ডাকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক্সাইড ইন্ডাস্ট্রিজের গেটে শ্রমিক সভায় নজরকাড়া ভিড়। শুক্রবার শাসকদলের শ্রমিক সংগঠনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এইচডিএ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি শিবনাথ কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আস্ত্বিক চট্টোপাধ্যায়, এক্সসাইডের আইএনটিটিইউসি ইউনিটের যুগ্ম সম্পাদক চন্দ্রনাথ মন্ডল ও সৈয়দ মইনুদ্দিন প্রমুখ।
আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (INTTUC- Ritabrata Banerjee) বলেন, দাসপ্রথা চালাতে দেব না। মাটি কাটাচ্ছেন, ঘাস কাটাচ্ছেন। সব তথ্য আমাদের কাছে আছে। এখন সতর্ক হন, আর সময় পাবেন না। কলকাতার অফিসে রাজ্যের সমস্ত শ্রমিকদের নিয়ে আন্দোলন হবে। হিটলারের মতো ব্যবহার করছেন। একদিন আপনার অবস্থাও তেমন হবে।
আরও পড়ুন: শ্রমিকদের স্বার্থে, সামাজিক সুরক্ষার লক্ষ্যে কাজ করছে তৃণমূল
এদিন সমাবেশ থেকে ঋতব্রত সাফ জানান, এক্সসাইডের এই COD (চার্টার্ড অফ ডিমান্ড) মানি না। নতুন COD করতে হবে। নিয়োগ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর মাধ্যমে সরকারি নজরদারিতে হবে। কারও কথায় চাকরি হবে না। তিনি আরও বলেন, কারখানার গেটে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে হলদিয়ার ৫৪টি কারখানায় আইএনটিটিইউসি ইউনিট হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…