বঙ্গ

TMCP-র নির্বাচনে ৫৫ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হোক, প্রস্তাব অভিষেকের

ধর্ষকের চরম সাজাই নয়, দলের ছাত্র সংগঠনে আরও বেশি সংখ্যক মহিলা প্রতিনিধিত্বের পক্ষে আওয়াজ তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দলনেত্রীকে অভিষেকের প্রস্তাব, ৫৫ শতাংশ প্রতিনিধিত্ব চাই। একই সঙ্গে বিজেপি কর্মনাশা বনধের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন, অনুষ্ঠান মঞ্চ থেকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে গর্জে ওঠেন অভিষেক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (Abhishek Banerjee) প্রস্তাব, ”আগামী দিনে যখনই ছাত্র সংসদ নির্বাচন হবে, যখনই হোক, ৫৫% মহিলা রিজার্ভেশন (Reservation) করব আমরা। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের দলনেত্রীকে। তৃণাঙ্কুরকে জানাচ্ছি, আগামী দিনে যাতে মেয়েদের এই সুযোগ করে দেওয়া যায় সেদিন নজর রাখা।” কারণ ব্যাখ্যা করে অভিষেক বলেন, “বিজেপি মহিলা সংরক্ষণ বিল এনেছিল। সেটি লবডঙ্কা। আমাদের ২৯ জন সাংসদের মধ্যে এবার ১২ জন মহিলা সাংসদ। পঞ্চায়েত স্তরে ৫০ শতাংশ সংরক্ষণ করে দেখিয়েছি আমরা। এবার ছাত্র সংসদ নির্বাচনে ৫৫ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে।”

আরও পড়ুন-ধর্ষকদের ফাঁসির দাবিতে পথে তৃণমূল,আন্দোলন শুক্র থেকেই

এদিন বিজেপির ডাকা বনধের নিয়ে মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে অভিষেক বলেন, “কর্মনাশা, সর্বনাশা বনধকে উপেক্ষা করে যাঁরা সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের ক্ষমতায় আসার সময় থেকে আমরা বলেছি, এই কর্মনাশা বনধের বিরুদ্ধে। বাংলাকে যারা অচল করতে চাইছে আমরা এর বিরুদ্ধে।”

এরপরই চ্যালেঞ্জ ছুড়়ে অভিষেক মন্তব্য, “বিজেপির নেতৃত্বকে অনুরোধ করব, প্রতি ২৮ অগস্ট একটা করে বনধ ডাকুন। কীভাবে বনধকে প্রত্যাখ্যান করতে হয়, সেটা জানে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা।” অভিষেক বলেন, “গতকাল বিজেপি ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছিল। আমরা ২০১১ সাল থেকে বলে আসছি, আমরা বন্‌ধের রাজনীতির বিরুদ্ধে। এই কর্মনাশা, সর্বনাশা বন্‌ধের বিরুদ্ধে আমরা। আমি বিজেপির বাংলার নেতৃত্বকে অনুরোধ করব, প্রতি ২৮ অগস্ট আমরা একটি করে বন্‌ধ ডাকুন। তা কী ভাবে প্রতিহত করতে হয়, বাংলার মানু‌ষ জানে। অতীতের সব ২৮ অগস্টের সমাবেশের রেকর্ড আজ ভেঙে গিয়েছে।”

মঙ্গলের নবান্ন অভিযানকে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “গতকাল যাঁরা রাস্তায় নেমেছিলেন, কোনও ভদ্রলোককে আপনি দেখতে পাবেন না। আমরা দেখেছি, কেউ বলছেন বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছেন। কারও ২৩ বছর বয়স, বলছে স্কুলে পড়ে কিন্তু স্কুলের নাম বলতে পারছেন না। এই হল বিজেপির প্রকৃত চেহারা।” তবে, ১৪ অগাস্ট রাতে যাঁরা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাঁদের সমর্থন জানিয়ে অভিষেক বলেন, ”মেয়েদের রাত দখলকে সম্মান জানাই।”

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago