বান্দ্রা স্টেশনে মহিলাকে ধর্ষণ! বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে

Must read

মুম্বইতে চাঞ্চল্যকর ঘটনা! ট্রেনের মধ্যেই মহিলাকে ধর্ষণ (Bandra rape)। ঘটনায় শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একই হালে। মহিলাদের নিরাপত্তা একেবারে তলানিতে। ঘটনাটি কী হয়েছিল? হরিদ্বার থেকে মুম্বইয়ে পৌঁছে যৌন লালসার শিকার হবেন ৫৫ বছর বয়সি এক মহিলা, তা ভাবেন‌‌নি। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে একটি ট্রেনের ফাঁকা কামরায় তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক কুলিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সময় প্ল্যাটফর্মে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলে জানা গিয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেই সময় স্টেশনের মধ্যে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না কেন, তা জানার জন্য বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কুম্ভ-ট্র্যাজেডি: সংসদের দুই কক্ষে বিরোধীদের নোটিশে ভয়ে আলোচনা খারিজ

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হরিদ্বার থেকে বান্দ্রা (Bandra rape) টার্মিনাসে পৌঁছন ওই মহিলা। তাঁর সঙ্গে এক আত্মীয় ছিলেন। তিনি ওই মহিলাকে একা স্টেশনে রেখে একটি কাজে যান। ওই মহিলা প্রথমে একাই প্ল্যাটফর্মে শুয়েছিলেন। ইতিমধ্যে বাকি যাত্রীরা চলে যান। তখন প্ল্যাটফর্মের বদলে একটি ট্রেনের ফাঁকা কামরায় গিয়ে শুয়ে পড়েন ওই মহিলা। এরই সুযোগ নেয় ওই কুলি। সে প্ল্যাটফর্মেই ছিল। কেউ কোথাও নেই দেখে ফাঁকা কামরায় উঠে পড়ে সে ওই মহিলাকে ধর্ষণ করে।

মহিলার আত্মীয় ফিরে আসার পর আরপিএফ ও জিআরপি-র কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হয়। তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Latest article