চাকরির টোপে পাচারের চেষ্টা, উদ্ধার ৫৬ তরুণী

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পাচার হওয়ার আগেই শিলিগুড়ির (Siliguri) এনজেপি স্টেশনে উদ্ধার ৫৬ জন যুবতী। ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পেয়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় যুবতীদের। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি ও আরপিএফ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মোবাইল প্রস্তুতকারক সংস্থায় কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কয়েকটি এলাকা থেকে ওই ৫৬ জন যুবতীকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার নাম করে আদতে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে। সোমবার রাত ন’টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় একসঙ্গে এতজন যুবতীকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। কোথায় যাচ্ছেন তাঁরা? জানতে চাইলে যুবতীরা জানান তাঁরা বেঙ্গালুরুতে যাচ্ছেন। কিন্তু ওই যুবতীরা এনজেপি-পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে ওঠায় সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের।

আরও পড়ুন- ভিনরাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থা: হরিয়ানার চিঠি ঘিরে ফের ক্ষোভে ফুঁসলেন মুখ্যমন্ত্রী

Latest article