Uncategorized

পর্যটনে ৫,৬০০ কোটির লগ্নি প্রস্তাব মাছ উৎপাদনেও বাংলা হচ্ছে প্রথম

প্রতিবেদন : রাজ্যের পর্যটন ক্ষেত্রে মোট ৫ হাজার ৬০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। এ-ছাড়াও চলতি বছরেই রাজ্য মাছ উৎপাদনে দেশের এক নম্বর জায়গায় পৌঁছে যাবে বলে এদিন জানান মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এদিন ইন্দ্রনীল সেন বলেন, জেলাশাসকদের সুপারিশমতো জেলাভিত্তিক পর্যটনের উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আগামী আর্থিক বছরের জন্য ইতিমধ্যেই এরকম ৭০টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে ৩৮টি উত্তরবঙ্গের এবং ৩২টি দক্ষিণবঙ্গের। এই জন্য ৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মন্ত্রী (Indranil Sen)।
নতুন কোনও পর্যটন কেন্দ্র তৈরির জন্য বিধায়কদের কোনও প্রস্তাব থাকলে তা জেলাশাসক মারফত পর্যটন দফতরের কাছে পাঠাতে হবে বলে পর্যটন মন্ত্রী জানান।

আরও পড়ুন- বিধানসভায় অভব্যতা সাসপেন্ড গদ্দার-সহ ৪ বিজেপি বিধায়ক

অপরদিকে, সামগ্রিকভাবে মাছের উৎপাদনের নিরিখে রাজ্য বর্তমানে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজ্যের মৎস্যের চাহিদার থেকেও উৎপাদন বেশি। সরকারি ভাবে বাইরে থেকে কোনও মাছ আমদানি করতে হয় না বলে জানান মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। মন্ত্রী বলেন, ২০২৩-’২৪ আর্থিক বছরের নিরিখে মৎস্য বীজ উৎপাদনে রাজ্য গোটা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এদিকে, মানুষকে সুলভে দোরগোড়ায় মাছ পৌঁছে দিতে সুফল বাংলা স্টলে মাছ বিক্রির কাজও শুরু হয়েছে। রাজ্যের ৩৫টি জায়গায় সুফল বাংলা মৎস্য স্টল খোলা হচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম ১০০টি বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। মৎস্য দফতর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ৩৫টি সুফল বাংলা মৎস্য বিপণি তৈরি করতে বরাদ্দ হয়েছে ২.৫৩ কোটি টাকা। ৩৫টি স্টলের মধ্যে দক্ষিণ কলকাতায় ৫টি, উত্তর কলকাতায় ৩টি, সল্টলেকে ১টি ও নিউ টাউনে ৩টি স্টল খোলা হবে।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

5 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago