প্রতিবেদন : মণিপুর নিয়ে আবারও প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মণিপুর প্রসঙ্গ উঠতেই কেন্দ্রের বিরুদ্ধে জ্বলে ওঠেন নেত্রী। তিনি বলেন, কেন্দ্রের প্ররোচনায় গোটা দেশ জ্বলছে। কোথাও জ্বলছে, কোথাও কাঁদছে। গোটা উত্তর-পূর্বের অবস্থা শোচনীয়। সারা দেশ জুড়ে আতঙ্ক কাজ করছে। বিজেপি জাতি দাঙ্গাকে উসকে দিচ্ছে তারপর নেভাবার জল পাচ্ছে না। লোকসভা নির্বাচনের আর ৬-৭ মাস বাকি। তাই এখন থেকেই বিজেপি বিরোধী রাজ্য তো বটেই, এমনকী নিজের রাজ্যেও দাঙ্গার রাজনীতি শুরু করে দিয়েছে।
আরও পড়ুন-ফের সেই যোগীরাজ্য! নাবালিকা নিগ্রহ ও খুন
হরিয়ানার মুখ্যমন্ত্রী যদি বলেন যে তাঁরা সবার সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন না, তাহলে সেই বক্তব্যকে আমি সমর্থন করি। কারণ একটি সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু সবাইকে না পারেন কিছু মানুষকে তো নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। কিন্তু সরকার যদি দাঙ্গায় প্ররোচনা দেয়, দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।