জম্মু-কাশ্মীরে বাস উল্টে মৃত ৬ জওয়ান, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী- অভিষেকের

Must read

দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা জওয়ানদের বাস (ITBP Bus Accident in Jammu-Kashmir)। জম্মু-কাশ্মীরের অনন্তনাগে একটি বাস রাস্তা থেকে উলটে পড়ল নদীর ধারে। বাসটিতে ছিলেন ৩৯ জন। মঙ্গলবার ভারতীয় সেনা জওয়ানদের বাসটি চন্দনওয়ারি থেকে পহেলগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন জওয়ান। আহত একাধিক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে শহরের রাস্তায় থ্রিডি জেব্রা ক্রসিং

টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “পাহেলগামের দুর্ঘটনা বেদনাদায়ক। এই দুর্ঘটনায় আমাদের দেশ অনেক সাহসী আইটিবিপি জওয়ান এবং পুলিশ কর্মীকে হারিয়েছে।” মুখ্যমন্ত্রী নিহত জওয়ানদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি কর্তব্যরত অবস্থায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, “জম্মু ও কাশ্মীরের পাহেলগামে দুর্ঘটনায় দুঃখিত। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক জওয়ান এবং পুলিশ কর্মীকে হারিয়েছি। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।” তিনি একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রেক ফেল হওয়ার কারণেই দুর্ঘটনার (ITBP Bus Accident in Jammu-Kashmir) কবলে পড়ে বাসটি। বাসে ৩৭ জন ITBP এবং জম্মু কাশ্মীর পুলিশের দুই কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। দিল্লিতে ITBP-র মুখপাত্র বলেন, “বাসে ৩৯ জন সুরক্ষাকর্মী ছিলেন। বাসটির ব্রেক ফেল হয়ে তা নদীর ধারে পড়ে যায়।”

আরও পড়ুন: নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবি সুভাষকন্যা অনিতার

Latest article