‘চাঁদিপুরা’ ভাইরাসে আক্রান্ত হয়ে মোদীরাজ্যে মৃ.ত ৬ শিশু

সূত্রের খবর, সম্প্রতি আরাবল্লীর মোটা কাঁথারিয়া গ্রামের চার বছরের এক শিশুর নমুনায় এই ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

Must read

করোনা আতঙ্ক এখনও কাটেনি তার মধ্যেই নতুন এক ভাইরাসের তাণ্ডবে মোদীরাজ্যে গত সাত দিনে মৃত্যু হয়েছে ছয় শিশুর। এই ‘চাঁদিপুরা’ ভাইরাসে (Chandipura virus) আক্রান্ত হওয়ার ভয়ে কাঁপছে গুজরাট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তরফে নিশ্চিত করা হয়েছে। এখনও পর্যন্ত গুজরাটে ১৪ জনের সংক্রমণ হয়েছে। এই ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুনের এনআইভিতে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, ‘চাঁদিপুরা’ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক চার বছরের শিশুর।

আরও পড়ুন-১ মাসের মাথায় ফের ট্রেন দুর্ঘটনা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, সম্প্রতি আরাবল্লীর মোটা কাঁথারিয়া গ্রামের চার বছরের এক শিশুর নমুনায় এই ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। শিশুটিকে সবরকাঁথা জেলার হিমতনগরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় শিশুটির। জানা গিয়েছে, চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ সবরকাঁথা,মহিসাগর, আরাবল্লি, খেদা, রাজকোট ও মেহসানা জেলায় পাওয়া গিয়েছে। রাজস্থানের দুজন এবং মধ্যপ্রদেশের একজন রোগীর চিকিৎসাও গুজরাটের হাসপাতালে করা হয়েছে। ইতিমধ্যেই যে সব এলাকায় সংক্রমণ পাওয়া গিয়েছে তেমন ২৬টি আবাসিক অঞ্চলে মোট ৪৪ হাজার জনেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

Latest article