প্রতিবেদন : মেঘালয়ের রিঙ্গডি নদীতে বাস পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৬ জনকে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তিনজনের কোনও খোঁজ নেই। ঘটনার সময়ে বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে অতিরিক্ত গতিতে ছুটছিল বাসটি। সেকারণেই বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বাসের চালকও আছেন। পুলিশ জানিয়েছে, রাত ১০টা নাগাদ বাসটি মেঘালয়ের তুরা থেকে শিলং যাচ্ছিল। রাত ১২টা নাগাদ বাসটি বাঁক নিতে গিয়ে রিঙ্গডি নদীতে পড়ে যায়। তবে বৃষ্টির কারণে এই দুর্ঘটনা, নাকি চালকের অসাবধানতা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। বাসের ভিতরে চালক-সহ আরও এক যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। বাকি চারটি দেহ মিলেছে নদী থেকে।
আরও পড়ুন: ফের প্রকাশ্যে গুলিবৃষ্টি, প্রশ্নে রাজধানীর নিরাপত্তা