লোহিত সাগরে ডুবল সাবমেরিন, বাড়ছে মৃতের সংখ্যা

Must read

লোহিত সাগরে (Red Sea) সাবমেরিন ডুবে মৃত্যু হল ৬ পর্যটকের। গুরুতর আহত আরও ৯ জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার মিশরের হুরঘাদার কাছে সাবমেরিনটি পর্যটকদের প্রবাল প্রাচীর দেখাতে নিয়ে যাচ্ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। সাবমেরিনটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল বলে খবর।

ডুবে যাওয়া সাবমেরিনটির নাম ‘সিনবাদ’। হুরঘাদার সুপরিচিত এক হোটেলের মেরিনার সামনে সাবমেরিনটি ডুবে যায়। তবে ২৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-বেঙ্গল সাফারি থেকে আয় বেড়ে হল ৯ কোটি বীরবাহা

হারঘাদায় এই দুর্ঘটনাই প্রথম নয়। ২০২৪ সালের নভেম্বরে সি স্টোরি নামের আরেকটি নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছিল। আর ৩৫ জন বেঁচে ফিরেছিল।

Latest article