রবিবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের (Himachal Pradesh)কুলু জেলার মণিকরণে ঝোড়ো হাওয়ার দাপটে রাস্তার ধারের গাছ উপড়ে যাত্রিবাহী একটি গাড়ির উপরে পড়ে। এর ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ছ’জনের। ঝড়ের সময়ে বেশ কয়েকটি জায়গায় ধস নামে। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই পর্যটনস্থলে। সন্ধ্যা থেকেই ঝোড়ো হাওয়া বইছিল। মণিকরণ গুরুদ্বারের সামনে একটি গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ সেটার উপর একটি গাছ উপড়ে পড়ে। গাড়ির ভিতরে সেই সময় বেশ কয়েকজন ছিলেন। ইতিমধ্যেই ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন-অক্সফোর্ডে অসভ্যতা আর বাঁদরামি নিয়ে শুরু শকুনের লড়াই, ছ’পিস রাম-বামের চক্রান্ত ফাঁস
দুর্ঘটনাস্থলটি কুলু থেকে ৪০ কিলোমিটার দূরে। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি খাবারের দোকানের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎ রাস্তার পাশে একটি গাছ ওই গাড়িটির উপরে পড়ে যায়। দেখা যায়, এক যুবক এক মহিলাকে গাড়ি থেকে টেনে বার করে আনছেন। মহিলার পোশাকে রক্তের দাগ স্পষ্ট। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, এই সপ্তাহে হিমাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস আছে। বেশ কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে।