প্রতিবেদন : ছুটির দিনে আমেরিকার একাধিক জায়গায় চলল গুলি। রবিবার আমেরিকার বিভিন্ন জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন প্রায় ৪০ জন। এই হামলায় পেনসিলভেনিয়ায় একজন পুলিশ কর্মী ও এক স্টেট ট্রুপারেরও মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, রবিবার শিকাগো, ওয়াশিংটন, সেন্ট লুইস, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া ও বাল্টিমোরে হামলা চলে। আচমকাই সাধারণ মানুষের উপরে গুলি চালায় বন্দুকবাজরা।
আরও পড়ুন-অভাবের তাড়নায় দেশ ছাড়ার হিড়িক, পাকিস্তানে মানবপাচার বাড়ছে, জারি ধড়পাকড়
রবিবার সকালে শিকাগোর পার্কিং লটে প্রথম গুলি চলার ঘটনা ঘটে। সেখানে একটি অনুষ্ঠান চলছিল। শতাধিক মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে।হঠাৎই বেশ কয়েকজন বন্দুকবাজ সেখানে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ২৩ জন গুলিবিদ্ধ হয় ওই হামলায়। এখানে বন্দুকবাজের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক বেশি। তবে কী কারণে এই হামলা, এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।