বেপরোয়া গতির বলি ৬। আজ, বৃহস্পতিবার গুজরাতের (Gujrat) পাটন জেলার সামি গ্রামের কাছে, সামি-রাধাপুর সড়কে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্য হয় ৬ জনের। বেলা সাড়ে ১১টা নাগাদ এই ঘটনায় অটোয় থাকা ছ’জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, এদিন বেলার দিকে একটি সরকারি বাস গুজরাতের হিম্মতনগর থেকে কচ্ছের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল এই সরকারি বাসটি। একটি বাসের সঙ্গে রেষারেষির সময় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অটোয় গিয়ে ধাক্কা মারে। অটোর ভিতর চালক ছাড়াও ছিলেন পাঁচ জন। নিজেদের সামলাতে না পেরে অটো থেকে পড়ে যান সকলেই। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-মুর্শিদাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত: সুপ্রতিম সরকার
স্থানীয় সূত্রে খবর, দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কীভাবে এমন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।