প্রশাসনিক ব্যর্থতা! রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে (Haridwar) মনসা দেবী মন্দিরে মর্মান্তিক ঘটনা। পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেই খবর। গাড়োয়াল ডিভিশন কমিশনার বিনয় শঙ্কর ঘটনা সম্পর্কে জানিয়েছেন আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পদপিষ্ট হওয়ার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত না হলেও, শ্রাবণ মাসে মন্দিরে প্রচুর ভিড় জমেছিল। আর সেখান থেকেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রশ্ন উঠছে শ্রাবণ মাসে ভক্তদের ভিড় বাড়বে জেনেও প্রশাসন আগে থেকেই কেন যথেষ্ট ব্যবস্থা নেয়নি বা অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয় নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পরেই বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-ডেনভার বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, আহত ১
খবর পেয়ে SDRF, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় ১৫ জন আহত তবে সরকারি হিসেব এখনো প্রকাশ্যে আসেনি। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানান হরিদ্বারের মনসা দেবী মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হওয়ার পর পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। মন্দিরে যাওয়ার সিঁড়িতে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ চলছে। আহতদের হরিদ্বার জেলা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
আরও পড়ুন-বর্ধমান-বীরভূম সড়কপথে যোগাযোগে নির্মিত স্থায়ী সেতু, ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, প্রতি বছর হরিদ্বারে মনসা দেবী মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন প্রশাসন এত বিশাল ভক্ত সমাগমের জন্য প্রস্তুত ছিল না। প্রশাসনের এলাকাটি নিয়ন্ত্রণ করা উচিত ছিল এবং একসাথে কম সংখ্যক লোককে অনুমতি দেওয়া উচিত ছিল।