প্রতিবেদন : ধানবাদ (Jharkhand’s Dhanbad) ও গোমো স্টেশনের মাঝে ওভারহেড তারে কাজ চলছিল। সে সময় আচমকাই বিদ্যুৎ চলে আসায় তড়িদাহত হয়ে প্রাণ হারালেন ৬ শ্রমিক। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় আরও একবার রেলের তরফে কর্তব্যে অবহেলার অভিযোগ সামনে এল। হতাহতেরা সকলেই চুক্তিভিত্তিক শ্রমিক। এদিনের ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে (Jharkhand’s Dhanbad) আসেন ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম-সহ উচ্চপদস্থ রেল কর্তারা। রেলের গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন কীভাবে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ ফিরে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- ইতিহাস বিকৃতির পরিকল্পিত প্রয়াস