লন্ডন, ৩০ অক্টোবর : খারাপ থেকে আরও খারাপের দিকে গেল লিভারপুল। অ্যানফিল্ডে লিগ কাপেও তারা ০-৩ গোলে হারল ক্রিস্টাল প্যালেসের কাছে। শেষ সাত মাচের মধ্যে এটা তাদের ষষ্ঠ হার। গোদের উপর বিষফোড়ার মতো ম্যাচে লাল কার্ড দেখেন লিভারপুলের আমারা নাল্লো!
মাত্র ক’দিন আগে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ২-৩ গোলে হেরেছিল আর্নি স্লটের দল। তারপর আবার এই হার। হাফ টাইমের আগে দু’গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। দুটি গোলই ইসমাইলা সারের। দ্বিতীয়ার্ধে ক্রিস্টাল প্যালেসের হয়ে আরও একটি গোল করেন জেরেমি পিনো।
আরও পড়ুন-ডাবল ইঞ্জিন রাজ্যে চরম বর্বরতা প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল
হারের পর স্লটের সিদ্ধান্ত নিয়ে কাঁটাছেড়া চলছে। কারণ, তিনি এই ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন। সামনে অ্যাস্টন ভিলা, রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির মতো দলের সঙ্গে খেলা আছে বলে লিভারপুল ম্যানেজার বিশ্রাম দিয়েছিলেন মহম্মদ সালাহ, ভার্জিন ভ্যান ডাইক, আলেকজান্ডার ইসাক ও ফ্লোরিয়ান রিতজের মতো তারকাকে। এটাই ব্যাকফায়ার করেছে।
স্লট হারের পর বলেছেন, এটা লিভারপুলের স্ট্যান্ডার্ড নয় যে সাতের মধ্যে ছয় ম্যাচে হারব। কিন্তু ১৫-১৬ জনের দল নিয়ে এভাবেই চলতে হবে। খুব কঠিন শিডিউল। সামনের সপ্তাহ আরও কঠিন হবে। এদিকে, আর্সেনাল, সিটি, চেলসি, নিউ ক্যাসল সবাই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

