বক্সায় জঙ্গল সাফারির জন্য ৬ অত্যাধুনিক গাড়ি

রাজ্য বন দফতরের বিশেষ উদ্যোগ

Must read

প্রতিবেদন : মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পর্যটনশিল্প বিকাশে বিশেষ আগ্রহী। সেই সূত্রেই বক্সা (Buxa) ব্যাঘ্র প্রকল্পে পর্যটনে গতি আনতে আনা হল অত্যাধুনিক ছটি গাড়ি। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সাফারি জন্য ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে ১৫ বছরের পুরনো বেশ কিছু জিপসি বাতিল করেছে বন দফতর। তাই রাজ্য বন দফতর দ্রুত উদ্যোগ নিয়ে নতুন ‘টাটা যোদ্ধা’ মহারাষ্ট্র থেকে আনিয়েছে। গাড়িগুলির ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন পর্যটকদের নিয়ে গহন অরণ্যে পাড়ি দেওয়ার প্রতীক্ষা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এক–‌একটি গাড়ির দাম ১৮ লক্ষের কাছাকাছি। শব্ধহীন এই গাড়িগুলি জিপসির থেকেও অনেক বেশি মজবুত ও সুরক্ষিত। ছটি নতুন গাড়ি আসায় খুশি পর্যটন ব্যবসায়ী থেকে ফরেস্ট গাইড ও গাড়িচালকেরা। ছয় সিটের এত মজবুত ও আধুনিক গাড়ি রাজ্যের অন্য কোনও বনাঞ্চলে নেই বলে দাবি বন দফতরের। বক্সা (Buxa) ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা জানিয়েছেন, গাড়িগুলো অত্যন্ত আধুনিক ও মজবুত। জঙ্গল সাফারির জন্য বিশেষভাবে তৈরি। এই রকম গাড়ি আরও আসবে। এতে বক্সায় জঙ্গল সাফারি আরও নিরাপদ ও আকর্ষণীয় হল।

আরও পড়ুন: বিকাশদের মিথ্যাচারের রাজনীতি, অনাহারে মৃত্যু চাকরিপ্রার্থী প্রণীর

জয়ন্তীর এক ফরেস্ট গাইড বলেন, বেশ কিছুদিন থেকে মাত্র পাঁচটি সাফারি গাড়ি চলছিল। ফলে পর্যটকেরা গাড়ি না পেয়ে নিরাশ হয়ে ফিরে গিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। নতুন গাড়ি আসায় এবার পর্যটকদের ভিড় বাড়বে।

Latest article