অপারেশন সিঁদুরে ধ্বংস হয় ৬ পাক বিমান

শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় নতুন এই তথ্য প্রকাশ্যে জানালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

Must read

প্রতিবেদন: পহেলগাঁও কাণ্ডের পর অপারেশন সিঁদুর’-এর সময় ছ’টি পাকিস্তানি বিমান ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় নতুন এই তথ্য প্রকাশ্যে জানালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। এর মধ্যে পাঁচটি পাক যুদ্ধবিমান এবং পাকিস্তানের সামরিক বাহিনীর একটি বড় বিমান। ভারত-পাক সংঘর্ষবিরতির পর এই প্রথম এমন কোনও তথ্য সরাসরি সর্বসমক্ষে আনল ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুন-গম্ভীর-বার্তায় শাস্তি এড়িয়েছিল ভারত

পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গোয়েন্দা বাহিনীর চিহ্নিত কিছু জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। ওই সময় পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা হয়নি। কিন্তু ভারতের অভিযানের পর পাকসেনা ভারতের উপর হামলা শুরু করে। পালটা জবাব দেয় ভারত। সংঘর্ষের আবহে অন্তত ছ’টি পাকিস্তানি বিমান ধ্বংস করেছে বলে এবার জানালেন বায়ুসেনা প্রধান। তিনি জানান, এই ছয় পাকিস্তানি বিমানকেই ধ্বংস করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ব্যবহার করে। তাৎপর্যপূর্ণভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি। সম্প্রতি যখন ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক শুল্ক চাপাচ্ছেন তখন রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য বর্ণনা রীতিমতো ইঙ্গিতপূর্ণ। মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার জন্য উষ্মা প্রকাশ করে যখন নয়াদিল্লির উপর বাড়তি শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প, তখন সেই পরিস্থিতিতে শনিবার রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য তুলে ধরে পাক বিমান ধ্বংসের কথা জানালেন ভারতীয় বায়ুসেনা প্রধান।

Latest article