আজ, রবিবার সকালে তামিলনাড়ুর (TamilNadu) টেনকাসি জেলার পুলিয়াঙ্গুড়িতে একটি লরির সাথে একটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ছয়জন মারা গিয়েছেন। পুলিশ এই মর্মে জানিয়েছে, গাড়িটি জেলার কোটল্লাম থেকে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা গেলেও একজন পুলিয়াঙ্গুড়ি সরকারি হাসপাতালে মারা যান। টেনকাসির শীর্ষ পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য বর্তমানে তদন্ত চলছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। হতাহতদের মধ্যে কার্তিক, ভেল মনোজ, সুব্রামণি, মনোহরন এবং পথিরাজ ছিলেন, যারা সপ্তাহান্তে কুত্রলাম ঘুরে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনাটি প্রায় ভোর ৩.৩০ নাগাদ ঘটেছিল যখন গাড়ির চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে। এর ফলে কেরালার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। পুলিশ ও ফায়ার অ্যান্ড রেসকিউ টিম এসে ৩০ মিনিটের মধ্যে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন-যাদবপুরে দৃষ্টিহীন ছাত্রীর মৃত্যু.তে ২ সিনিয়র ছাত্র কাঠগড়ায়
তবে সূত্রের খবর, দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সম্পর্কে বিশদে জানার চেষ্টা চলছে।