পাথরখাদানে ধস, নলহাটিতে মৃত ৬

Must read

প্রতিবেদন : পাথরখাদানে ধস নেমে মৃত্যু হল ৬ শ্রমিকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি (Nalhati) এলাকায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী হয়েছিল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত ৯ জন শ্রমিক। ছুটে আসেন অন্য শ্রমিকেরা। খবর দেওয়া হয় পুলিশে। ৫ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপে আটকে থাকা ৪ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে একজনের মৃত্যু হয়৷ হাসপাতালে পৌঁছয় পুলিশও। মৃতদেহগুলি হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ কীভাবে ওই পাথর খাদানে ধস নামল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পাথর খাদান থেকে নিয়ম মেনে পাথর তোলা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- ১০০ দিনের কাজ: এখনও বন্ধ কেন বাংলার বকেয়া, জবাব চাইল পিএসি

Latest article