সিভিল সার্ভিসে সফল বাংলার ৬

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় এবারে প্রথম ৩টি স্থানেই মহিলারা। উল্লেখযোগ্য সাফল্য বঙ্গসন্তানদের।

Must read

প্রতিবেদন : ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় এবারে প্রথম ৩টি স্থানেই মহিলারা। উল্লেখযোগ্য সাফল্য বঙ্গসন্তানদের। সোমবারই প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসের চূড়ান্ত ফল। প্রথম হয়েছেন শ্রুতি শর্মা। সেন্ট স্টিফেনস কলেজ ও জওহরলাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা আগরওয়াল। অঙ্কিতা কলকাতার মেয়ে। কৃতীর তালিকায় রয়েছেন ৬ বঙ্গসন্তান।

আরও পড়ুন-ইসিএলে বিক্ষোভ

৪১ নম্বরে সোনালি দেব, ৪৩-এ শুভম শুক্লা, ৫০ নম্বরে অভিজিৎ রায়, ৫২ তে অঙ্কুর দাস এবং ৯৪ তম স্থানে ইন্দ্রাশিস দত্ত। দমদমের গোরাবাজারের বাসিন্দা শুভমের সাফল্যের নেপথ্যে অসাধারণ ইচ্ছাশক্তি। ইঞ্জিনিয়ারিং পড়েছেন পিলানিতে। কিন্তু পরপর ৩ বারেও ইউপিএসসি-তে সাফল্যকে ছুঁতে পারেননি তিনি। তবে হাল ছাড়েননি। অদম্য ইচ্ছাশক্তির দৌলতে চতুর্থবারে স্বপ্ন সফল করলেন শুভম। কেমিস্ট্রি ছেড়ে পলিটিক্যাল সায়েন্সকে অপশনাল হিসেবে বেছে নেওয়ার পরেই মেন পরীক্ষায় ধরা দিল সাফল্য। লক্ষণীয়, ইউপিএসসির সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় ৩ টপারই মহিলা। শ্রুতি শর্মার পরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে অঙ্কিতা আগরওয়াল এবং গামিনী সিঙ্গলা।

Latest article