হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে উধাও ৬ কলকাতাবাসী! বাড়ছে উদ্বেগ

Must read

হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ কলকাতার ৬ জন। কলকাতা থেকে দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন-এর ৬ জনের একটি দল এই অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছেন। ১৭ অগাস্ট থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। চিন্তায় তাঁদের পরিবারের সদস্যরা।

দলে ১৩ সদস্যের মধ্যে ৬ জন বাঙালি, ৭ জন পোর্টার এবং একজন শেরপা। দলের নেতৃত্বে অভিজ্ঞ অভিযাত্রী এম. নবী তরফদার। অন্যরা হলেন অরুণাভ নস্কর, গৌতম বর্ধন, নীলুফা, ত্রিদিব সরকার এবং শুভদীপ মুখোপাধ্যায়। সংস্থার তরফে জানানো হয়েছে, দলটির সঙ্গে গত ১৭ অগাস্ট লাহুল-স্পিতি জেলার বাতালে শেষবার যোগাযোগ করা গিয়েছিল। এর পরে তাঁরা বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। সেই ক্যাম্প এখন নেটওয়ার্কের বাইরে।

আরও পড়ুন- সেবক করোনেশান ব্রিজের কাছে বিরাট ধস, অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

সূচী অনুযায়ী গত ২৫-২৬ অগাস্টের মধ্যে নেটওয়ার্ক কভারেজের মধ্যে অভিযাত্রীদের ফিরে আসার কথা ছিল। পেরিয়ে গিয়েছে নির্ধারিত সময়। এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। খারাপ আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে আশঙ্কা সৃষ্টি হয়েছে। বাড়ছে উদ্বেগও। সংস্থা জানিয়েছে, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের হস্তক্ষেপ ছাড়া দ্রুত উদ্ধারকাজ শুরু করা যাবে না। সেই কারণে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

Latest article