জলসমস্যা মেটাতে ৬০ কোটি বরাদ্দ হবে দুটি নয়া জলাধার, বসছে পাইপ

পুরসভা সূত্রে খবর, অতি প্রাচীন শহর দাঁইহাটের ১৪টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৬ হাজার হোল্ডিং নম্বর। বর্তমানে জনসংখ্যা প্রায় ২৭ হাজার।

Must read

প্রতিবেদন : দাঁইহাটের সব পুর ওয়ার্ডে পাইপ লাইন বসানোর কাজ শুরু হল অম্রুত ২ প্রকল্পের অধীনে। ভাগীরথী নদী থেকে জল তুলে তা পরিস্রুত করে শহরের বাসিন্দাদের বাড়ি বাড়ি সরবরাহ করা হবে পানীয় জল। দুটি রিজার্ভারও তৈরি হবে জল ধরে রাখতে। এই জলপ্রকল্পে ৬০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এর ফলে এবার গ্রীষ্মে এলাকার বহু মানুষ পানীয় জল পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত হবেন। পুরপ্রধান প্রদীপ রায়ের কথায়, অম্রুত ২ প্রকল্পের মাধ্যমে ভাগীরথী থেকে জল তুলে তা পরিস্রুত হয়ে পাইপ লাইন দিয়ে চলে যাবে পুর নাগরিকদের বাড়ি বাড়ি। দ্রুত শেষ করা হবে এই প্রকল্পের কাজ। পাইপ লাইন বসানোর জন্য বেশ কয়েকটি রাস্তা ইতিমধ্যে খোঁড়াও হয়েছে। তবে কাজ শেষ হলেই সেগুলো ফের মেরামতিও করে দেবে সংশ্লিষ্ট দফতর। এজন্য পূর্ত দফতরের সঙ্গে আমরা সমন্বয় বৈঠক করেছি আগেই।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর জন্যই বৈপ্লবিক পরিবর্তন খেলাধুলােয় : ব্রাত্য

পুরসভা সূত্রে খবর, অতি প্রাচীন শহর দাঁইহাটের ১৪টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৬ হাজার হোল্ডিং নম্বর। বর্তমানে জনসংখ্যা প্রায় ২৭ হাজার। আগামী ২৫-৩০ বছরে এই জনসংখ্যা আরও বাড়বে বলে ধরে নিয়েই অম্রুত ২ প্রকল্পের মাধ্যমে নয়া জলপ্রকল্প গড়ে তোলা হচ্ছে। নতুন দুটি রির্জাভার হচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডে পুরসভার ট্রেঞ্চিং গ্রাউন্ডের পাশের জমিতে গড়ে তোলা হবে ট্রিটমেন্ট প্ল্যান্ট। ২ নম্বর ওয়ার্ডের চৌধুরিপাড়ায় ভাগীরথী থেকে জল তোলা হবে। সেখান থেকে যাবে পাশের ৩ নম্বর ওয়ার্ডে পাইপ লাইনের মাধ্যমে। সেখানকার ট্রিটমেন্ট প্ল্যান্টে সেই জল পরিস্রুত হবে। এর পর দাঁইহাট শহরে তিনটি জোনে ভাগ করে জল সরবরাহ হবে। পুরসভা ভবনে একটি রির্জাভার আছে। এছাড়াও ৭ ও ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউসের পাশে নতুন জলাধার গড়ে তোলা হবে। সেই জলাধারগুলি থেকে বাসিন্দাদের বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে। এজন্য বাসিন্দাদের নতুন করে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। ফলে শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, আগেই দাঁইহাট শহরের বিভিন্ন ওয়ার্ডে ১৭টি পাম্প হাউস ছিল। তার মাধ্যমে শহরের ৪ হাজার বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পরিস্রুত জল পৌঁছে যাচ্ছে। কিন্তু তাতে চাপ বাড়ায় বাড়িতে জল কম যাচ্ছে। কোথাও আবার জলই পড়ছে না। তাই জলের চাহিদা মেটাতে নতুন ৪টি পাম্প হাউস তৈরি করেছে পুরসভা। সব মিলিয়ে পুরসভার হাতে থাকবে মোট ২১টি পাম্প হাউস। তখন শহরের বাকি ২ হাজার বাড়িতে অম্রুত ২ প্রকল্পে নিশ্চিন্তে জল দিতে পারবে পুরসভা। দাঁইহাটের কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা নতুন প্রকল্পের কাজ শেষ হলেই সমস্যা মিটবে বলে আশা করছে পুরসভা।

Latest article